শাহেদ কামালের মৃত্যুতে ঠাকুরগাঁওয়ে শোক প্রকাশ
ঠাকুরগাঁওয়ে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৩০ বিজিবি’র) সাবেক পরিচালক ও রাজশাহীতে বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমির প্রশিক্ষক লে. কর্নেল (অব.) শাহেদ কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঠাকুরগাঁও বিজিবির সদস্য ও বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ। গত মঙ্গলবার রাতে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক জানান, লে. কর্নেল (অব.) শাহেদ কামালের মৃত্যুতে ঠাকুরগাঁও সুশীল সমাজ গভীরভাবে শোকাহত। তিনি খুব বন্ধু সুলভ মানুষ ছিলেন। তিনি তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ঠাকুরগাঁওয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করে সকলের মনে জয় করে নেন।
চিটাগাং গ্রুপের পরিচালক কাজী আলমগীর জানান, লে. কর্নেল (অব.) শাহেদ কামালের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। তার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক ছিল। দুর্ঘটনায় তিনি এত তাড়াতাড়ি পরলোকগমন করবেন ভাবতে পারছিনা। আল্লাহর কাছে তার আত্মার শান্তি কামনা করছি।
৩০-বিজিবির পরিচালক তুষার বিন ইউনুস জানান, লে. কর্নেল (অব.) শাহেদ কামালের মৃত্যুতে ব্যাটালিয়নের সকলে শোকাহত। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। মানুষ হিসাবে সকলের মন জয় করতে পেরেছিলেন। তিনি দায়িত্বে থাকার সময় এই ব্যাটালিয়নের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন।
অন্যদিকে, তার মৃত্যুতে ঠাকুরগাঁওয়ের সুশীলসমাজ, রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্বসহ সকল ধর্ম, বর্ণের মানুষ শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, রাজশাহীতে বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমির প্রশিক্ষক হিসাবে কর্মরত ছিলেন শাহেদ কামাল। গত ১ এপ্রিল রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দরের রানওয়েতে তার প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলে প্রশিক্ষণার্থী বৈমানিক তামান্না রহমানের (২২) মৃত্যু হয়। এ সময় মারাত্মকভাবে দগ্ধ হন প্রশিক্ষক শাহেদ কামাল। পরে তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি পরোলোকগমন করেন।
রবিউল এহসান রিপন/এআরএ/পিআর