২ কেজি ৩৫০ গ্রাম হিরোইনসহ যুবক আটক
প্রতীকী ছবি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ডের জেনারেটর সরবরাহের দোকান থেকে দুই কেজি ৩৫০ গ্রাম হিরোইনসহ আব্দুল্লাহ আল মামুন ঊষা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।
আটক মামুন উপজেলা শহরের দশমীপাড়ার নজরুল ইসলামের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আসলাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বাসস্ট্যান্ডের জেনারেটর সরবরাহের দোকানে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন ঊষাকে আটক করে। এরপর দোকান তল্লাশি করে দুই কেজি ৩৫০ গ্রাম হিরোইন পাওয়া যায়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন কাজল/আরএআর/জেআইএম