ঝালকাঠিতে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬


প্রকাশিত: ১০:১১ এএম, ১১ জুন ২০১৭

ঝালকাঠিতে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৬০০ পিস ইয়াবা ও গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ ও ডিবি পুলিশ।

গ্রেফতাররা হলেন কাঠালিয়া উপজেলার হেতালুবনিয়া গ্রামের মৃত. আ. হকের ছেলে সাইফুর রহমান (৩০), চেচরীরামপুর গ্রামের মনির সিকদার (৩৮), আনোয়ার সাহা (৩৫), বেলায়েত হোসেন খান (২৮), রাজাপুর উপজেলার জেলে পাড়া এলাকার দুই সহোদর জসিম উদ্দিন (২৭) ও টিপু হাওলাদার (২১)।

কাঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) শওকত আনোয়ার বলেন, রোববার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমুয়া ফেরিঘাটের উত্তরপাড় এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ সাইফুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে আরও ২ হাজার ২০০ পিস ইয়াবা ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এদিকে, দুপুর ১২টার দিকে কাঠালিয়ার কৈখালী বাজার এলাকা থেকে চেচরীরামপুর গ্রামের বাসিন্দা মনির সিকদার (৩৮), আনোয়ার সাহা (৩৫), বেলায়েত হোসেন খানকে (২৮) গাঁজাসহ গ্রেফতার করে এসআই গোলাম ফারুক।

অপরদিকে, শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের মেডিকেল মোড় জেলে পাড়া এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে জসিম উদ্দিন ও টিপু হাওলাদারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে বলে জানান ডিবি পুলিশ পরিদর্শক কামরুজ্জামান।

মো. আতিকুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।