সুন্দরগঞ্জে হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবি


প্রকাশিত: ১০:৩৫ এএম, ১১ জুন ২০১৭

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম নামের এক ব্যক্তির হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে মন্ডলেরহাট-মাঠেরহাট সড়কের ছাপড়হাটি ইউনিয়নের মন্ডলেরহাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। মানববন্ধনে রাস্তার দুই পাশে দেড় শতাধিক নারী ও পুরুষ অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নিহত নজরুল ইসলামের স্ত্রী আনজু বেগম, ছেলে শান্ত মিয়া, ভাগ্নি রুবি বেগম ও ভাই মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গত মঙ্গলবার পশ্চিম ছাপড়হাটি ডাংহাট গ্রামের জাহাঙ্গীর আলম ও সোহেল রানাসহ তাদের লোকজন একই গ্রামের নজরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় ওদিনই জাহাঙ্গীর আলম ও সোহেল রানাসহ অজ্ঞাত চারজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়।

মামলার পাঁচদিন অতিবাহিত হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে তাদের ফাসির দাবি জানান বিক্ষুব্ধ এলাকাবাসী।

রওশন আলম পাপুল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।