শরীয়তপুরে কয়েদিদের মাঝে কোরআন শরীফ বিতরণ


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ১২ জুন ২০১৭

ইসলাম ধর্ম সম্পর্কে অনুপ্রাণিত করার জন্য শরীয়তপুর কারাগারের সাজাপ্রাপ্ত কয়েদিদের মাঝে ইসলামিক বই ও কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা নুরুল আমিন কোতোয়াল এ ইসলামিক বই ও কোরআন শরীফ বিতরণ করেন।

শরীয়তপুর কারাগারের জেলার এনামুল কবিরের সার্বিক তত্ত্বাবধায়নে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল শেখ, জেলা যুবলীগের সাবেক দফতর সম্পাদক জাহাঙ্গীর মাদবর, আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজম মাদবর, আওয়ামী ওলামালীগের সভাপতি আব্দুল কাদের ঢালী, শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াছিন হাওলাদার, যুবলীগ নেতা রিয়াদ মাল, আরিফ কোতোয়াল, ইলিয়াছ বন্দুকছি, মানিক বন্দুকছি, নিশাত কোতোয়াল, শরীয়তপুর কারাগারের নিরাপত্তা সদস্য সিআইডি মো. আলী, শরীয়তপুর কারাগার জামে মসজিদের ইমাম ও খতিব মো. এমদাদুল হক প্রমুখ।

আওয়ামী লীগ নেতা নুরুল আমিন কোতোয়াল বলেন, শরীয়তপুর কারাগারে যারা সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন তাদের ইসলামিক বই ও কোরআন শরীফ প্রদান করা হয়েছে যাতে করে তারা কারাগার থেকে মুক্ত হয়ে সত্য পথে তাদের জীবন পরিচালনা করতে পারেন।

মো. ছগির হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।