মেহেরপুরে ফেনসিডিল-গান পাউডারসহ আটক ২


প্রকাশিত: ০৬:৫২ এএম, ১৩ জুন ২০১৭

মেহেরপুরের গাংনীতে পুলিশের পৃথক দুটি অভিযানে ৪০০ বোতল ফেনসিডিল ও ৬০০ গ্রাম গান পাউডারসহ দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে সহড়াতলা সীমান্ত থেকে স্যালো ইঞ্জিনচালিত ট্রলিতে অভিনব কায়দায় ফেনসিডিলগুলো কুষ্টিয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা বামন্দী-দেবীপুর সড়ক থেকে ট্রলি চালক রকিব হোসেনকে ৪০০ বোতল ফেনসিডিলসহ আটক করতে সক্ষম হন। আটক রকিব হোসেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কষবা বেলগাছি পাড়ার বাসিন্দা।

অপরদিকে সোমবার বিকেলে নওদা মটমুড়া নামক স্থান থেকে এএসআই কামরুল ইসলাম অভিযান চালিয়ে ইয়ারুল ইসলাম (৩৮) নামে একজনকে বোমা তৈরির ৬০০ গ্রাম গান পাউডারসহ আটক করেছে। কাজিপুর সীমান্ত থেকে বোমা তৈরীর গান পাউডার নিয়ে কুষ্টিয়ায় যাচ্ছিল ইয়ারুল। ইয়ারুলের বাড়ি গাংনী উপজেলার চরগোয়ালগ্রামে।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুজনের নামে পৃথক দুটি মামলা দায়ের করে আজই আদালতে সোপর্দ করা হবে।

আসিফ ইকবাল/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।