বাবার বিরুদ্ধে আড়াই মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ


প্রকাশিত: ০৪:৩৮ এএম, ১৪ জুন ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকায় জুবায়ের হোসেন নামে আড়াই মাস বয়সের এক শিশুকে পানিতে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার ভোরে এ ঘটনা ঘটে। শিশু জুবায়ের হোসেন নরাবো এলাকার আবু বক্করের ছেলে।

ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, দেড় বছর আগে নরাবো এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে আবু বক্করের সঙ্গে একই এলাকার আরেক দেওয়ানের মেয়ে মৌসুমী আক্তারের প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে প্রায় সময়ই ঝগড়া-ঝাটি লেগে থাকতো।

গত আড়াই মাস আগে তার সংসারে জুবায়ের হোসেন নামে এক ছেলে সন্তান জন্ম হয়। মঙ্গলবার রাতে ফের আবু বক্করের সঙ্গে মৌসুমী আক্তারের ঝগড়া হয়। পরে রাতে জুবায়েরকে নিয়ে স্বামী-স্ত্রী ঘুমাতে যায়। ভোর রাতে মৌসুমী ঘুম থেকে উঠে দেখেন তার শিশু সন্তান জুবায়ের পাশে নেই।

পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাচ্ছিল না। এক পর্যায়ে পার্শ্ববর্তী এক প্রতিবেশী এসে খবর দেন জুবায়েরের মৃতদেহ পুকুরে ভেসে উঠেছে।

স্ত্রী মৌসুমীর দাবি, তার স্বামী আবু বক্করই শিশু সন্তান জুবায়েরকে শ্বাসরোধের পর পানিতে ফেলে হত্যা করেছে। অভিযুক্ত আবু বক্করকে পুলিশ আটক করেছে।

মীর আব্দুল আলীম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।