বরগুনায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি


প্রকাশিত: ০৬:২৯ এএম, ১৪ জুন ২০১৭

বরগুনায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ছয়টি দোকান। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৩টি দোকান। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। মঙ্গলবার রাত আড়াইটার দিকে শহরের ফার্মেসি পট্টিতে এ অগ্নিকেণ্ডের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে পুড়ে যায় খেলাধুলা সামগ্রী বিক্রির দোকান, মুদি ও চায়ের দোকানসহ ছয়টি দোকান। এসময় আশিংক ক্ষতিগ্রস্ত হয় আরো তিনটি ওষুধের দোকান।

আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন দমকল বাহিনীর মো. মজিবুর রহমান ও রফিকুল ইসলাম নামের দুই সদস্য। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যে তা পাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বরগুনার ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।