বরিশালে মদ বোঝাই কাভার্ডভ্যানসহ আটক ২
বরিশালের রহমতপুর বিমানবন্দর মোড়ে একটি মিনি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৭০০ ক্যান বিদেশি বিয়ার এবং ১৩০ বোতল মদসহ ২ জনকে আটক করে পুলিশ।
শুক্রবার ভোর রাতে বরিশাল-ঢাকা মহাসড়কে তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ বিদেশি বিয়ার ও মদ উদ্ধার করা হয়।
আটকরা হলেন, টাঙ্গাইলের মাসুম মিয়ার ছেলে মো. সালমান মিয়া (২১) এবং একই এলাকার সাইদুর রহমানের ছেলে ফরহাদ সরদার (২০)। তারা ঢাকায় বসবাস করে দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বিদেশি বিয়ার ও মদ সরবরাহ করে।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রহমান মুকুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর মোড়ে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। ভোরে একটি কভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ন-১৩-২৩৭১) দেখে সন্দেহ হলে তা থামিয়ে তল্লাশি করে ৭০০ ক্যান বিদেশি বিয়ার এবং ১৩০ বোতল মদ উদ্ধার এবং ২ জনকে আটক করে পুলিশ। উদ্ধারকৃত বিয়ার ও মদ বরিশালের একটি বারের উদ্দেশে নেয়া হচ্ছিল বলে আটকরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটকদের বিরুদ্ধে বিমান বন্দর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পরিদর্শক আব্দুর রহমান মুকুল।
সাইফ আমীন/এফএ/এমএস