খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আর নেই
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাই হি রাজিউন)। দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত থাকার পর শুক্রবার বাদ জুমা ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার রাতে তারাবির নামাজের পর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মিল্লাতের দাফন হওয়ার কথা রয়েছে।
এদিকে মোস্তাফিজুর রহমান মিল্লাতের মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবাণীতে তিনি বলেন, মোস্তাফিজুর রহমান মিল্লাতের মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপিতে বিশাল শূন্যতার সৃষ্টি হলো। এ শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তিনি মিল্লাতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও মোস্তাফিজুর রহমান মিল্লাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আবু ইউসুফ চৌধুরী।
মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/পিআর