রাস্তার দুই পাশে লাগানো হলো ২০০ নারিকেল গাছের চারা


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১৭ জুন ২০১৭

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নে সড়কের দুইপাশে নারিকেল গাছের চারা রোপণ করে সবুজ সড়ক নামকরণ করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সবুজ সড়কটি জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান উদ্বোধন করেন। পরে এর ফলকের উন্মোচন করেন।

জাজিরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর জানান, জাজিরা উপজেলা পরিষদের অর্থায়নে পূর্ব নাওডোবা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে রুপবাবুর হাট এলাকায় ১ হাজার ২০০ ফুট মাটির সড়কের দুইপাশে ৬ ফিট পর পর ২০০টি নারিকেল গাছের চারা রোপণ করা হয়েছে।

জেলা প্রশাসক মো. মাহামুদুল হোসাইন খান বলেন, বর্তমানে যেভাবে গাছ-পালা কেটে ধ্বংস করা হচ্ছে এভাবে চলতে থাকলে আমাদের দেশ ৫০ বছরের মধ্যে এক তৃতীয়াংশ ডুবে যাবে। তাই মোট ভূমির ২৫ ভাগ বনায়ন থাকা উচিৎ। কিন্তু আমাদের দেশে রয়েছে ৮/৯ ভাগ। তাই আমাদের পরিবেশকে বাঁচাতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। পাশাপাশি গাছের পরিচর্যা করতে হবে।

এ সময় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমতউল্ল­াহ, জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বারিউল করিম, জাজিরা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন শিকদার, নাওডোবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাল চাঁন মাদবরসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মো. ছগির হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।