রাস্তার দুই পাশে লাগানো হলো ২০০ নারিকেল গাছের চারা
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নে সড়কের দুইপাশে নারিকেল গাছের চারা রোপণ করে সবুজ সড়ক নামকরণ করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সবুজ সড়কটি জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান উদ্বোধন করেন। পরে এর ফলকের উন্মোচন করেন।
জাজিরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর জানান, জাজিরা উপজেলা পরিষদের অর্থায়নে পূর্ব নাওডোবা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে রুপবাবুর হাট এলাকায় ১ হাজার ২০০ ফুট মাটির সড়কের দুইপাশে ৬ ফিট পর পর ২০০টি নারিকেল গাছের চারা রোপণ করা হয়েছে।
জেলা প্রশাসক মো. মাহামুদুল হোসাইন খান বলেন, বর্তমানে যেভাবে গাছ-পালা কেটে ধ্বংস করা হচ্ছে এভাবে চলতে থাকলে আমাদের দেশ ৫০ বছরের মধ্যে এক তৃতীয়াংশ ডুবে যাবে। তাই মোট ভূমির ২৫ ভাগ বনায়ন থাকা উচিৎ। কিন্তু আমাদের দেশে রয়েছে ৮/৯ ভাগ। তাই আমাদের পরিবেশকে বাঁচাতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। পাশাপাশি গাছের পরিচর্যা করতে হবে।
এ সময় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমতউল্লাহ, জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বারিউল করিম, জাজিরা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন শিকদার, নাওডোবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাল চাঁন মাদবরসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মো. ছগির হোসেন/এএম/এমএস