জয়পুরহাটে সড়ক দুর্ঘটনারোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনারোধে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা রোববার অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই জেলা কমিটির উদ্যোগে স্থানীয় টাউন হলে দিনব্যাপী এ কর্মশালার প্রধান আলোচক ছিলেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এলজিইডি বগুড়া অঞ্চলের গোলাম কিবরিয়া, জয়পুরহাট সরকারী কলেজের অধ্যক্ষ মোফাখ খারুল ইসলাম, স্থানীয় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী নাইমা নাজনীন নাজ, গোলাম হাক্কানী, বিমান চন্দ্র কর্মকার, জেলা নিরাপদ সড়ক চাই জয়পুরহাট এর আহ্বায়ক মোল্লা সামছুল আলম।
কর্মশালায় বক্তারা চালকদের আরো দক্ষ ও সচেতন হওয়ার আহ্বান জানান।
এর আগে সকাল সাড়ে ১০ টায় জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে নিরাপদ সড়ক চাই শ্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় গাড়ি চালক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।
এসএস/এমএস