ঠাকুরগাঁওয়ে এফবিসিসিআই নিবার্চনী প্রচার
আসন্ন এফবিসিসিআই নির্বাচনে উন্নয়ন পরিষদের পক্ষে গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আসরিয়া ঠাকুরগাঁও চেম্বার অব কর্মাসের সাথে মতবিনিময় সভা করেছেন। এসময় তিনি নির্বাচনী প্রচারও চালান। রোববার বেলা ১২ টায় ঠাকুরগাঁও চেম্বার অব কর্মাসের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চেম্বার অব কর্মাসের সভাপতি হাবিবুল ইসলাম বাবলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আসরিয়া, চেম্বার অব কর্মাসের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান জুয়েল, মুরাদ হোসেন, শরিফুল ইসলাম শরীফ, সুদাম সরকার প্রমুখ।
গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আসরিয়া বলেন, এফবিসিসিআই নির্বাচনে আবুল মাতলুব আহমাদের প্যানেলে ভোট দিয়ে ব্যবসায়ীদের সেবা করার সুযোগ দিন। এসময় তিনি চেম্বারের সদস্যদের সৌজন্য সাক্ষাত ও দোয়া কামনা করেন।
এর আগে ঠাকুরগাঁও চেম্বার অব কর্মাস ও সাংবাদিকদের পক্ষ থেকে গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আসরিয়াকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
রবিউল এহসান রিপন/এসএস/আরআইপি