খাগড়াছড়িতে ফের পাহাড়ধস, ২ শিশুর মৃত্যু
রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসে প্রাণহানির ঘটনার শোক ককাটতে না কাটতেই খাগড়াছড়ির রামগড়ে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো, মো. নুর হোসেন (১৪) ও মো. নুর নবী (১০)। তারা দুজন সহদর এবং বুদংছড়ার মোহাম্মদ মোস্তফার ছেলে।
রোববার ভোর ৫টার দিকে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের বুদুংছড়া গ্রামে পাহাড়ধসে এ প্রাণহানির ঘটনা ঘটে।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন মিয়া পাহাড়ধসে দুই সহোদরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া পাহাড়ধসের ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মো. সাইফুল ইসলাম।
এদিকে প্রবল বর্ষণের ফলে রামগড় পাতাছড়া এলাকায় পাহাড়ধসে খাগড়াছড়ি-ফেনী-ঢাকা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এছাড়াও জেলার জালিয়া পাড়ায় খাগড়াছড়ি চট্টগ্রাম মূল সড়ক পানিতে তলিয়ে গেছে। রামগড় উপজেলা যুব রেডক্রিসেন্ট ইউনিট সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস