চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ীকে পিটিয়েছে বিএসএফ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে শাহিন মিয়া (২৫) নামে এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার সন্ধ্যায় ভারতে গরু আনতে গিয়ে এ ঘটনা ঘটে।
আহত শাহিন উপজেলার চাকুলিয়া গ্রামের রহিম মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় শাহিন মিয়াসহ ৬-৭ জন গরু ব্যবসায়ী ঠাকুরপুর সীমান্তে ৮৮ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে গরু ক্রয় করার জন্য ভারতে প্রবেশ করার সময় ভারতীয় মালুয়াপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ শাহিন মিয়াকে ধরে ফেলে। এ সময় অন্যরা পালিয়ে যায়। এরপর তাকে পিটিয়ে রক্তাক্ত করে সীমান্তে ফেলে রেখে যায় বিএসএফ। তার সঙ্গীরা পরিবারের সদস্যদের খবর দিলে তাকে রাতে সীমান্ত থেকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার তোফাজ্জেল হোসেন জানান, শাহিন মিয়া চুরি করে ভারতে গরু আনতে গেলে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশিদুল আলম জানান, তিনি বিষয়টি শুনেছেন।
সালাউদ্দিন কাজল/আরএআর/জেআইএম