মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ৮৭
মাগুরা-ঢাকা মহাসড়কের ভ্যন্নাকান্দি বাজার এলাকায় রোববার বিকেলে দুটি যাত্রীবাহী বাসের পাশাপাশি সংঘর্ষে একজন নিহত ও ৮৭ জন আহত হয়েছেন।
পুলিশ ও আহতরা জানায়, বিকেল ৫টার দিকে ঢাকা থেকে মাগুরাগামী চুয়াডাঙ্গা ডিলাক্স ও রয়েল পরিবহনের দুটি বাস একে অপরকে ওভারটেক করতে গেলে দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাস দু’টি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
অপরদিকে, মাগুরা-যশোর সড়কের শতখালি এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়লে ১৩/১৪ জন আহত হয়। এদের মধ্যে ৬ জনকে মাগুরা সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।
এমএএস/আরআই