বাঁচতে চান ক্যানসার আক্রান্ত মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুল আউয়াল আখঞ্জি (৬৪) আজ ভালো নেই। মরণব্যাধি ক্যানসার দানা বেঁধেছে রণাঙ্গনের এই বীর সেনানীর শরীরে।
বঙ্গবন্ধুর আদর্শে বেড়ে ওঠা আব্দুল আউয়াল দলীয় কিংবা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কার্যক্রমে আমৃত্যু নিরলসভাবে কাজ করে গেলেও অন্তিম মুহূর্তে খোঁজ নেয়ার কেউ নেই তার! ফেলে আসা জীবনের বিরল মুহূর্তের নানা স্মৃতি নিয়েই এখন বেঁচে আছেন প্রবীণ এই রাজনীতিক। ঘাতক ব্যাধি তাকে ঘায়েল করতে মরিয়া হয়ে উঠলেও দৃঢ় মনেবলের অধিকারী এই অকুতোভয় বীরের ইচ্ছা সুন্দর এই পৃথীবিতে বেঁচে থেকে দেশ-মাতৃকার জন্য কাজ করার।
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের এই বাসিন্দার ঠিকানা এখন সিলেট নর্থ ইস্ট ক্যানসার হসপিটাল। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক তৈমুর আলম তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। সপ্তাহে ৫ দিন চিকিৎসা নেয়া এই মুক্তিযোদ্ধা বর্তমানে থাকছেন পার্শ্ববর্তী একটি ভাড়া বাসায়।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুক্তিযোদ্ধা আউয়াল আখঞ্জি। এরপর চিকিৎসা নেন সিলেটের একটি বেসরকারি হাসপাতালে। পরবর্তীতে ওই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ভর্লে হন সিলেট নর্থ ইস্ট ক্যানসার হাসপাতালে।
বিশেষজ্ঞ ডা. বলেছেন তার পিত্তথলীতে একটি স্মল টিউমার বর্তমানে ক্যানসারে রূপ নিয়েছে। তাই গত মার্চ মাস থেকে সপ্তাহে ৫ দিন ক্যামোথেরাপি, রেডিও থেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা দিতে হচ্ছে তার শরীরে। এভাবে চলবে আরও একমাস। সর্বশেষ জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আবারও রক্ত পরীক্ষার পর বিশেষজ্ঞরা জানাবেন তার শারীরিক অবস্থা।
সোমবার বিকেলে জাগো নিউজের সঙ্গে কথা হয় একাত্তরের রণাঙ্গনের এই বীর সেনানীর। ভারাক্রান্ত মনে তিনি বলেন, সারাজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেলাম। দুঃখ একটাই কেমন আছি খোঁজ নেয়ার মানুষ নেই আজ। তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন।
চার সন্তানের জনক মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল স্থানীয় সরকারি প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসাসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে একাধিকবার সভাপতি পদে রয়েছেন।
রাজু আহমেদ রমজান/এফএ/জেআইএম