কুষ্টিয়ায় ফল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় এলাকার শাওন ফল ভাণ্ডারের মালিক রবিউল ইসলামের (২৫) গলাকাটা করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
রবিউল ইসলামের বাড়ি মাদারিপুর জেলার টেকেরহহাট উপজেলার শংকরদি গ্রামে। তিনি চৌড়হাস এলাকায় মামা নুর হোসেনের বাসায় থাকতেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের আপন খালাতো ভাই নুর আলমকে আটক করেছে পুলিশ। হত্যার পর রবিউলের মরদেহ চৌড়হাস মোড়ে অবস্থিত মামা-ভাগ্নে ফল ভাণ্ডারের গোডাইনের একটি ড্রামে রেখে বালু ফেলে চাপা দিয়ে রাখা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হন রবিউল। এরপর তার খালাতো ভাই পাশের মামা-ভাগ্নে ফল ভাণ্ডারের মালিক নুর আলম পূর্ববিরোধের জের ধরে তাকে তার দোকানে ডেকে নিয়ে যায়। এ সময় পেছন থেকে নুর আলম হাতুড়ি দিয়ে রবিউলের মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায়। রবিউলের চোখ, মুখ ও হাত-পা কাপড় দিয়ে বেঁধে গলাকেটে হত্যা করে প্লাস্টিকের ড্রামে রেখে বালু চাপা দিয়ে দোকানের গোডাউনে লুকিয়ে রাখে।
পরে স্থানীয়রা টের পেয়ে পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ ভর্তি ড্রামটি বের করে আনে। পরে সুরতহাল শেষে মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের আপন খালাতো ভাই নুর আলমকে পুলিশ আটক করেছে।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জনান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের খালাতো ভাই নুর আলম হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তের পর জানা যাবে।
আল-মামুন সাগর/আরএআর/জেআইএম