মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসের সুপারভাইজার নিহত
প্রতীকী ছবি
মানিকগঞ্জে পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় লাল মিয়া (৩৮) নামে সাকুরা পরিবহনের একটি বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাল মিয়া বরিশালের উজিরপুর উপজেলার কালিহাতা কাচারি পার্ক এলাকার আব্দুল হাকিম হাওলাদের ছেলে।
হাইওয়ে পুলিশের বরংগাইল ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা জানান, সাকুরা পরিবহনের একটি বাস ফেরি ঘাটের কাউন্টার এলাকায় অন্যান্য যানবাহনের সঙ্গে পারাপারের অপেক্ষায় ছিল। এ সময় সুপারভাইজার লাল মিয়া নিচে নামলে পেছন থেকে মাটি ভর্তি একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার মৃত্যু হয়। তবে ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ।
বি.এম খোরশেদ/আরএআর/এমএস