কাজী ফার্ম স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ০৮:২৬ এএম, ১৮ মে ২০১৫

ঠাকুরগাঁও থেকে কাজী ফার্মের গ্রুপ অফিস ও ফিড মিল স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কাজী ফার্মস শ্রমিক ঐক্য পরিষদের শ্রমিকরা। সোমবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে আব্দুল মান্নান, সাজুসহ শ্রমিকরা জানান, স্থানীয় ট্রাক ও ট্যাংকলরি শ্রমিকদের দ্বন্দ্বের কারণে কাজী ফার্মের কর্মরত শ্রমিকরা চাকুরি হারাতে বসেছেন। অবিলম্বে কাজী ফার্ম কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি সমাধান করার অনুরোধ জানান তারা। আর কাজী কর্তৃপক্ষ যদি গ্রুপ অফিস ও ফিড মিল অন্যত্র সরিয়ে নেয় তাহলে যেসব শ্রমিক ওই প্রতিষ্ঠানে কাজ করতেন তারাও পথে বসবেন।

উল্লেখ্য, গত ২ মাস ধরে কাজী ফার্ম কর্তৃপক্ষ স্থানীয় শ্রমিক ছাটাইয়ের অভিযোগ করে জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন বিভিন্ন কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসকের সঙ্গে কয়েক দফা বৈঠক করেও বিষয়টি সমাধান না হলে কাজী ফার্ম কর্তৃপক্ষ ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ে কাজী ফার্মের গ্রুপ অফিস ও ফিড মিল স্থানান্তরের সিন্ধান্ত নেয় বলে জানা গেছে।

রবিউল এহসান রিপন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।