মাগুরায় নারীদের জন্য আইসিটি প্রশিক্ষণ কোর্স শুরু


প্রকাশিত: ০৮:৪১ এএম, ১৮ মে ২০১৫

সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সোমবার মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নে নারীদের ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। দুপুরে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

প্রশিক্ষণে স্থানীয় ২০ জন শিক্ষিত বেকার নারী অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে ৭নং সব্দালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম, সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, প্রকৌশলী গুলিশটা খান লাজু, মাগুরা জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম প্রমুখ।

এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা পরবর্তীতে সরকারি চাকুরির সুবিধাসহ অত্মনির্ভরশীল হতে পারবেন এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলে বক্তারা জানান। এছাড়া পরবর্তীতে দেশের সকল ইউনিয়ন পর্যায়ের তৃণমূল নারীদের এ প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান বক্তারা।

আগামী পহেলা জুন প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষণ কোর্সের শেষ হবে। সব্দালপুর ইউনিয়নের হলরুমে সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস (এসবিএসএস) এর আয়োজন করে।

মো. আরাফাত হোসেন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।