সাহসী কিশোরী শারমিনকে ঝালকাঠিতে সংবর্ধনা


প্রকাশিত: ০৩:৪৩ এএম, ২২ জুন ২০১৭

মায়ের বিরুদ্ধে মামলা করে নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ (আইডব্লিউসি) ২০১৭’ পুরস্কার পাওয়া সাহসী কিশোরী শারমিন আক্তারকে সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি জেলা পুলিশ।

বুধবার ঝালকাঠি পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে শারমিনকে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে এসপি জোবায়েদুর রহমান শারমিনের হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেন। এ সময় ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মাহমুদ হাসানসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঝালকাঠির রাজাপুর উপজেলার স্কুলছাত্রী শারমিন আক্তার চলতি বছরের ২৯ মার্চ যুক্তরাষ্ট্রে সাহসী নারীর পুরস্কার পায়। ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে ব্যতিক্রমী সাহসিকতা ও জীবনের ঝুঁকি নেয়া বিশ্বের ১৩ দেশের নারীকে এই সম্মাননা দেয়া হয়। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের হাত থেকে শারমিন পুরস্কার গ্রহণ করে।

আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।