চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত


প্রকাশিত: ০৪:১৫ এএম, ২২ জুন ২০১৭

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা মহসড়কের নিগার সিদ্দিকী কলেজের কাছে ট্রাক-ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের চালক বাবু মিয়া (৪০) নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাবু উপজেলার কালিদাসপুর গ্রামের আবু তালেবের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাতে বাবু মিয়া চুয়াডাঙ্গা শহর থেকে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (যশোর-ট-১১-০৫১১) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাবু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। ঘাতক ট্রাকচালক ট্রাক ফেলে পালিয়ে গেছেন।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সালাউদ্দিন কাজল/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।