মাগুরায় কখন কোথায় ঈদের নামাজ জানেন না মুসল্লিরা


প্রকাশিত: ০৮:১৮ এএম, ২৫ জুন ২০১৭
ফাইল ছবি

ঈদের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকলেও এখন পর্যন্ত (রোববার সকাল সাড়ে ১০টা) মাগুরায় মোট কয়টি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে তার কোনো চূড়ান্ত তালিকা করতে পারিনি মাগুরা জেলা পুলিশ।

ফলে প্রধান ঈদের জামাত কোথায় কখন ও দ্বিতীয় জামাতই বা কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে জনমনে। আবার পুলিশ নিরাপত্তা ব্যবস্থাই বা কি গ্রহণ করেছে তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিদের মনে।

ঈদের ছুটিসহ নানা অজুহাতে মাগুরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি একে অপরের উপর চাপাচ্ছেন।

রোববার সকাল ১০টায় মাগুরা জেলা পুলিশের ডিআইও-১-কে ফোন দিলে জানান, তিনি ছুটিতে আছেন। অপরদিকে মাগুরার সহকারী পুলিশ সুপার ছুটিতে আছেন বলেও জানান। তবে তালিকাটি পুলিশ কন্ট্রোলরুমে আছে বলে জানান ডিআইও-১।

পরে পুলিশ কন্ট্রোল রুমে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এক পুলিশ সদস্য জানান, চূড়ান্ত তালিকা এখনও প্রস্তুত হয়নি। ডিআইও-১ সাহেব ছুটিতে রয়েছেন তাই তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে আমাদের কাছে চূড়ান্ত তালিকা রয়েছে বলে আপনাকে জানিয়েছেন বলেও সাফ জানান।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলামকে একাধিকবার সরকারি মোবাইল নাম্বারে (০১৭১৩৩৭৪১৭৬) কল দিয়েও পাওয়া যায়নি।

বিষয়টি ধর্মপ্রাণ মুসল্লিদের মনে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে সেই সঙ্গে মুসলিম উম্মার বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের দিন সার্বিক নিরাপত্তা কি গ্রহণ করা হয়েছে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।

অবিলম্বের মাগুরায় মোট ঈদুল ফিতরের নামাজের জামাতের তালিকা প্রস্তুতসহ এসব জায়গায় সার্বিক নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরাফাত হোসেন/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।