ঈদ আনন্দ নিয়ে শঙ্কায় কয়রার ১২শ পরিবার


প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৫ জুন ২০১৭

ঈদ আনন্দ নিয়ে শঙ্কায় রয়েছেন খুলনার কয়রা উপজেলার ৬নং উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের ১২শ পরিবার। শনিবার ওয়াপদা বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়ায় যেকোনো সময় প্লাবিত হওয়ার আশংকা করছেন তারা।

জানা গেছে, বেদকাশী ইউনিয়ন পরিষদের গাববুনিয়া থেকে গাজীপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকার ১৩/১৪/২ পোল্ডারের ওয়াপদা বাঁধ বেশি ঝুঁকিপূর্ণ।

৬নং উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার মো. নুরুল ইসলাম বলেন, উক্ত পোল্ডারের টেন্ডার সম্পন্ন হয়েছে মে মাসের ৪ তারিখ। সহকারী ঠিকাদার আব্দুস সামাদ এ বাঁধের কাজ করবেন। কিন্তু তিনি এত দিনেও কাজ শুরু করেননি। যার কারণে যেকোনো সময় বাঁধ ভেঙে গাজীপাড়া ও গাববুনিয়া গ্রামের ১২শ মানুষের ঈদের আনন্দ মাটি হয়ে যেতে পারে।

চেয়ারম্যান নিজ উদ্যোগে এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কিছু কাজ করে কোনোমতে বাঁধটি টিকিয়ে রেখেছেন। সহকারী ঠিকাদার আব্দুস সামাদ কিছুদিন ধরে কাজ শুরু করবেন বললেও শুরু করছেন না। চেয়ারম্যান সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

স্থানীয় বাসিন্দা হারুনর রশীদ বলেন, যখন জোয়ার আসে তখন আমরা সবাই আতংকে থাকি। দীর্ঘদিন ধরে বাঁধের বেহাল দশা জনমনে ব্যাপক আতংক তৈরি করছে। শনিবার কপোতাক্ষ নদীর জোয়ারের লবণ পানি বাঁধ উপচিয়ে লোকালয়ে প্রবেশ করেছে। মনে হচ্ছে আইলার মত অবস্থা সৃষ্টি হলে কর্তৃপক্ষের টনক নড়বে। আমাদের বাপ দাদার ভিটেমাটি মনে হয় এবার ছাড়তে হবে।

আলমগীর হান্নান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।