ঝিনাইদহ পৌর ছাত্রদলের সভাপতিসহ ৫ জন কারাগারে


প্রকাশিত: ০৮:২৫ এএম, ১৯ মে ২০১৫

ঝিনাইদহ পৌর ছাত্রদলের সভাপতিসহ ৫ বিএনপি ও যুবদল নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে ঝিনাইদহের একটি আদালত। মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ৩১ জানুয়ারি বিরোধী দলের চলমান অবরোধ কর্মসূচির সময় গরু বোঝায় ট্রাকে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক সবুজ হোসেন বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানসহ বিএনপির ৫৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ জামিন আবেদন করলে বিচারক বিশ্বনাথ মন্ডল জামিন নামঞ্জুর করে পৌর ছাত্রদলের সভাপতি আমিতিয়াজ আহমেদ সোহেল, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আসলাম উদ্দিন, পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটো, জেলা ছাত্র দলের সদস্য সোমেনুজ্জামান সোমেন এবং ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য মনিরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।