পান বিক্রেতার প্রচেষ্টায় নাম পাল্টেছে গ্রামের


প্রকাশিত: ০৪:৩৮ এএম, ২৮ জুন ২০১৭

ধলেশ্বরী নদী পাড়ের সবুজ শ্যামল গ্রামটির নাম ইসলামনগর। পাকা রাস্তা দিয়ে ঢুকতেই গ্রামের নামে একটি বড় বাজার।মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের এই গ্রামের এক সময় নাম ছিল পেটকাটা। যে নাম নিয়ে সবখানেই বিব্রত হতেন গ্রামবাসী।

অক্ষরজ্ঞানহীন একজন মানুষের প্রচেষ্টায় পরিবর্তন হয়েছে এ গ্রামের নাম। রবিউল দেওয়ান নামে ওই ব্যক্তি পেশায় একজন ক্ষুদ্র পান বিক্রেতা। অভিনব সব প্রদ্ধতি গ্রহণ করে যিনি পেটকাটা বদলে গ্রামের নাম করেছেন ইসলামনগর। রবিউলের এই অবদানের কথা এখন গ্রামের ছোট-বড় সবার মুখে মুখে। রিতিমত একজন সেলিব্রেটি তিনি।

কথিত আছে, বহু বছর আগে এ গ্রামের এক গর্ভবতী নারীকে পেটকেটে হত্যা করা হয়েছিল। সেই থেকে গ্রামের নামকরণ হয়েছিল পেটকাটা।

নামকরণের পেছনের কথা

সে সময় রবিউল রিকশা চালাতেন। একদিন এক যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয় তার। যাত্রী গ্রামের নাম জিজ্ঞাসা করলে রবিউল পেটকাটা বলেন। ওই যাত্রী রবিউলের গায়ের জামা উঁচিয়ে পেটে কাটা দাগ খোঁজেন। দাগ না পেয়ে তাকে ধাপ্পড় দিতে আসেন। বিষয়টি অসম্মানজনক হওয়ায় খুব রাগ হয় রবিউলের। বাড়ি ফিরে গ্রামের মুরব্বী আর যুবকদের কাছে যান। বলেন গ্রামের নাম পরিবর্তন করতে হবে। সেই থেকে শুরু।

Islamnagar

পেটকাটা বদলে গ্রামের নাম প্রচার করা হয় ইসলামনগর। কিন্তু মুখে বললেই তো হবে না, কাগজে কলমেও পরিবর্তন চাই।এজন্য রবিউলের নেতৃত্বে একটি বড় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে তৎকালীন ম্যাজিস্ট্রেট, আইনজীবী আর নেতৃস্থানীয়দের অতিথি করা হয়। তুলে ধরা হয় গ্রামের নাম পরিবর্তনের দাবি। একই দাবিতে নৌকা বাইচ, আলোচনা সভা, বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় বিভিন্ন সময়। সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের দফতরে ধন্না দেন রবিউল।

ইসলামনগর গ্রামের প্রচার বাড়াতে রবিউল ধলেশ্বরী নদীতে খেয়া ঘাটের ইজারা নেন। যে সকল নৌকা যাত্রীরা গ্রামের নাম পেটকাটা বলতেন তাদের পার করতেন না তিনি। আর ইসলামনগর বললে বিনা পয়সায় পার করতেন।

গ্রামের নাম পরিবর্তন হওয়ায় ছোট-বড় সবাই রবিউলের অবদানের কথা স্বীকার করেন একবাক্যে। পেটকাটার বদলে ইসলামনগর নাম হওয়ায় খুশি সবাই। নাম নিয়ে তারা সম্মানিতও বোধ করেন।

Islamnagar

তালেবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রমজান আলী জাগো নিউজকে জানান, রবিউলের মতো একজন সাধারণ মানুষের মাথায় গ্রামের নাম পরির্তনের চিন্তা আসাটাই আমার কাছে অবাক লাগে। যেখানে একটি মহল্লার নাম পরিবর্তন করতে চাইলে কত কাঠ-খড় পেড়াতে হয়, সেখানে তার প্রচেষ্টায় একটি গ্রামের নাম পরিবর্তন হওয়া বিরাট ব্যাপার।

তিনি বলেন, প্রায় পনের বছর আগে গ্রামের নাম কাগজে কলমে পরিবর্তন হয়েছে। কিন্তু এখনো রবিউল প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। ভুলক্রমে কোনো কাগজপত্রে আগের নাম চলে আসলে তা সংশোধন না হওয়া পর্যন্ত তিনি লেগে থাকেন।

Islamnagar

গ্রামের নাম পরিবর্তনের পর এলাকাবাসী রবিউলকে বিপুল ভোটে ইউনিয়ন পরিষদের মেম্বারও নির্বাচিত করেছিলেন।

ষাটোর্ধ্ব রবিউল দেওয়ান জাগো নিউজকে জানান, কোনো কিছু চাওয়া-পাওয়ার জন্য নয়। গ্রামকে ভালোবেসেই নাম পরিবর্তনের আন্দোলন করেছি। সবাই যখন গ্রামকে ইসলামনগর বলে ডাকে তখন আমার খুব ভালো লাগে। এতেই আমি অনেক খুশি।

রবিউলের নিরলস প্রচেষ্টায় একটি গ্রামের নাম পরিবর্তন হয়েছে। কিন্তু পরিবর্তন হয়নি তার ভাগ্যের। এখনও ফুটপাতে পান বিক্রি করেই চলে তার অভাবের সংসার।

রবিউলের দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে ঝালমুড়ি বিক্রেতা। আর ছোট ছেলে রাজমিস্ত্রীর কাজ করেন।

বি.এম খোরশেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।