বাস সঙ্কটে শিমুলিয়ায় দুর্ভোগে রাজধানীমুখী যাত্রীরা
ঈদের ছুটি শেষ হতে না হতেই মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া বাস টার্মিনালে রাজধানীমুখী যাত্রীদের চাপ বেড়েছে। সেই সঙ্গে গণপরিবহনের সঙ্কটও রয়েছে তীব্র। ফলে যাত্রী ভোগান্তির পাশাপাশি চলছে অতিরিক্ত ভাড়া আদায়।
শুক্রবার দুপুরের পর থেকেই দক্ষিনাঞ্চলের যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে এপারে। গৌন্তব্যে পৌঁছাতে যাত্রীরা লঞ্চ, স্পিডবোট এবং ফেরি করে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে এসে বিড়ম্বনার শিকার হচ্ছে।
ভুক্তভোগী ঢাকাগামী কয়েকজন যাত্রী আক্ষেপ করে বলেন, ওপারে বসে যাত্রীদের চাপ থাকায় মাদারীপুর থেকে কাঠালবাড়ি ঘাট হয়ে লঞ্চে করে শিমুলিয়ায় আসি। এখানেও একই অবস্থা। বাস সঙ্কট পাশাপাশি নির্ধারিত ভাড়া থেকে প্রায় ৫০/৬০ টাকা করে বেশি ভাড়া নিচ্ছে। গণপরিবহন কম থাকায় ঈদের বকশিশের কথা বলে এ বাড়তি টাকা নিচ্ছে। গন্তব্যে পৌঁছাতে শত শত মানুষ বাড়তি ভাড়া দিয়ে গণপরিবহনগুলোতে চড়ছেন।
লৌহজং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, শুক্রবার বিকেল থেকে শিমুলিয়া ঘাট এলাকায় গণপরিবহনের অপেক্ষায় ছিল সহস্রাধিক রাজধানীমুখী যাত্রী। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি খতিয়ে দেখছি। এরকম কিছু ঘটলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস কর্মচারী জানান, ঢাকা থেকে যাত্রীশূন্য বাস নিয়ে শিমুলিয়ায় আসতে হচ্ছে। গাড়ির তেল ও টোল ভাড়ার জন্য অতিরিক্ত ভাড়া নিতে হচ্ছে।
অভ্যন্তরীণ রুটে চলাচলকারী স্বদেশ, গ্রেটবিক্রমপুর, গাংচিল, প্রজাপতি, ইলিশ, বিআরটিসি, গুনগুন, আরামসহ যাত্রীবাহী বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে। নির্ধারিত ভাড়া থেকে তারা ৫০ টাকা বেশি নিচ্ছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর