নাগরদোলা থেকে পড়ে কিশোরের মৃত্যু


প্রকাশিত: ০৩:১০ এএম, ০১ জুলাই ২০১৭
ফাইল ছবি

চুয়াডাঙ্গা শহরের পুলিশ পার্কের নাগরদোলা থেকে পড়ে রিদু (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিদু শহরের ১নং পানির ট্যাংক পাড়ার ইমতিয়াজ হোসেন উজ্জলের ছেলে। সে চুয়াডাঙ্গা সরকারি ভি. জে. স্কুলের ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে রিদু বন্ধুদের সঙ্গে চুয়াডাঙ্গা শহরের পুলিশ পার্কে বেড়াতে যায়। সেখানে সে বন্ধুদের সে নাগরদোলায় ওঠে। নাগরদোলায় উঠে দাঁড়ালে অসাবধানতাবসত সে নাগরদোলা থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কানিজ ফাতেমা জানান, মাথায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সালাউদ্দিন কাজল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।