কাপ্তাইয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গাছড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোরে ১৯ বিজিবির কমান্ডার লে. কর্নেল মো. শহীদুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল দল এ অভিযান চালায়।
লে. কর্নেল শহীদুল ইসলাম জানান, অভিযানে ওই এলাকার নারানগিরি খালেরমুখে জঙ্গল হতে পরিত্যাক্ত একটি এলজি, একটি পাইপ গান, দুটি কার্তুজ, তিনটি পেট্রল বোমা এবং দুই বোতল গান পাউডার উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হবে।
সুশীল প্রসাদ চাকমা/আরএআর/জেআইএম