মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের পরিবারের হামলা


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ০২ জুলাই ২০১৭

নাটোরের গুরুদাসপুরে মাদরাসার দুই ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক শিক্ষার্থীর মা ও চাচাকে পিটিয়ে জখম করেছে বখাটেদের পরিবারের সদস্যরা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার গারিষাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ওই রাতেই বখাটে রুয়েল মল্লিক ও আতিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই শিক্ষার্থীর পরিবার ও স্থানীয়রা জানান, চাঁচকৈড় বালিকা দাখিল মাদরাসার দুই ছাত্রী মাদরাসায় যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল প্রতিবেশী জামাল মল্লিকের বখাটে ছেলে রুয়েল মল্লিক ও তার বন্ধু সাহাপুর গ্রামের আতিকুল ইসলাম। এক পর্যায়ে বখাটেদের উৎপাত বেড়ে গেলে শিক্ষার্থীরা বিষয়টি তাদের অভিভাবকদের জানায়।

শনিবার সন্ধ্যায় এক শিক্ষার্থীর পরিবারের লোকজন বখাটে রুয়েল মল্লিক ও আতিকুল ইসলামের পরিবারের কাছে অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রুয়েলের পরিবারের লোকজন তাদের ওপর হামলা করে। হামলায় গারিষাপাড়া গ্রামের নিলুফা ইয়াসমিন এবং রেজেকুল ইসলাম আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,
ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা ৪ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরই বখাটে রুয়েল মল্লিক ও তার বন্ধু আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রেজাউল করিম রেজা/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।