মির্জাপুরে ডাকাতি মামলার আসামি গ্রেফতার
টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামি মোতালেব হোসেন (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে। সে মির্জাপুর সওদাগড়পাড়া গ্রামের জসিম সওদাগড়ের ছেলে।
শনিবার রাতে পুলিশ সওদাগড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানান, গত ১২ জুন ১২/১৫ জনের একটি ডাকাত দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের পোষ্টকামুরী মাঝিপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়। এসময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের উপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতের সর্দার ইন্দ্র মোহন রাজবংশী গুলিবিদ্ধ এবং দুই পুলিশ সদস্য আহত হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ঘটনার পর থেকে ডাকাতদলের সদস্য মোতালেব হোসেন পলাতক ছিল।
শনিবার রাতে মোতালেব বাড়িতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) নুরমোহাম্মদ জানিয়েছেন।
এস এম এরশাদ/এফএ/এমএস