খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক
খাগড়াছড়ির মাটিরাঙায় চাঁদা নিতে এসে একটি দেশীয় তৈরি এলজি ও চাঁদা আদায়ের রশিদসহ দীপন চাকমা ওরফে চাইল্যা (২৫) নামে এক সন্ত্রাসী নিরাপত্তাবাহিনীর সদস্যদের হাতে আটক হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে মাটিরাঙার বাইল্যাছড়ি জোড়া ব্রিজ সংলগ্ন মন্দির রোড থেকে তাকে আটক করা হয়।
আটক দীপন চাকমা ওরফে চাইল্যা গুইমারা উপজেলার রামসু বাজার এলাকার শান্তিময় চাকমার ছেলে এবং পার্বত্য শান্তিচুক্তিবিরোধী ইউপিডিএফ’র পোস্ট কমান্ডার।
নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী দীপন চাকমাকে রোববার দুপুর ১২টার দিকে চাঁদার জন্য বাইল্যাছড়ি জোড়া ব্রিজ সংলগ্ন মন্দিরের পাশে চায়ের দোকানে আসতে বলে নিরাপত্তা বাহিনীর সোর্স। চাঁদার জন্য পূর্বনির্ধারিত স্থানে আসার পর সেখানে আগে থেকে অবস্থান নেয়া নিরাপত্তাবাহিনীর সদস্যরা দীপন চাকমা ওরফে চাইল্যাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ, চাঁদা আদায়ের নগদ টাকা ও একটি দা উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়েরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্রসহ আটক দীপন চাকমা ওরফে চাইল্যাকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/জেআইএম