খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং


প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৩ জুলাই ২০১৭

খাগড়াছড়িতে ভূমিধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরে যেতে মাইকিং করেছে স্থানীয় প্রশাসন। রোববার বিকেল থেকে ভারি বর্ষণ শুরু হওয়ায় জেলার বিভিন্ন স্থানে আবার পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে।

জনগণের জানমাল সুরক্ষায় শহরের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে সোমবার সকাল থেকে মাইকিং করা হচ্ছে। দুর্গতদের জন্য জেলা সদরে খোলা হয়েছে পাঁচটি আশ্রয় কেন্দ্র।

রাঙামাটি ও বান্দরবানের ন্যায় খাগড়াছড়িতে প্রায় সহস্রাধিক পরিবার পাহাড়ধসের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে জেলা সদরের শালবাগান, সবুজবাগ, কলাবাগানসহ কয়েকটি এলাকায় বহু পরিবার পাহাড়ের নিচে ঝুঁকিতে বসবাস করছে।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম জানান, তিনি সোমবার সকালের দিকে জেলা শহরের কলাবাগান, নেন্সিবাজার, শালবন, হরিনাথ পাড়া গ্যাপ, আঠারো পরিবার এলাকা পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী লোকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে যেতে অনুরোধ করেছেন।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম জানান, আশ্রয় কেন্দ্রগুলো ব্যবহার করার জন্য সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পরামর্শ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে পাহাড়ধসে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে দুইজন ও রামগড়ে দুইজনসহ চারজন নিহত হয়।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।