পাহাড়ধসের আশঙ্কায় বিদ্যালয় বন্ধ ঘোষণা
সম্ভাব্য পাহাড়ধসের আশঙ্কায় খাগড়াছড়ির দীঘিনালার দুইটি বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা বিদ্যালয় দুইটি হলো- মায়াফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চমড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম।
মায়াফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের অংশ আরও আগেই ধসে গেছে। যেকোনো মুহূর্তে ধসে পড়তে পাড়ে পুরো ভবন। টানা বর্ষণের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার দুপুরেই বিদ্যালয়টি ছুটি ঘোষণা করা হয়।
জানতে চাইলে মায়াফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপলু বড়ুয়া জানান, বিদ্যালয়টি পুরোপুরি পাহাড় ধসের ঝুঁকিতে আছে। ঝুঁকি এড়াতে ধারক দেয়াল তৈরি করা হলেও ঝুঁকির আশঙ্কা শেষ হয়নি। ভারি বর্ষণে পাহাড়ধসের ভয় মাথায় নিয়েই ক্লাস নিতে হতো।
উপজেলার বিদ্যালয় দুইটি পাহাড়ধসের ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম বলেন, বড় ধরনের ঝুঁকি এড়াতে মায়াফা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চমড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। ভারি বর্ষণ কেটে না যাওয়া পর্যন্ত বিদ্যালয় দুইটি বন্ধ থাকবে বলেও জানান তিনি।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/এমএস