খাগড়াছড়িতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিত: ০৭:৪২ এএম, ০৬ জুলাই ২০১৭

খাগড়াছড়ির মাটিরাঙায় ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙা সেনা জোনের একটি টহল দল। বুধবার রাত ১২টার দিকে মাটিরাঙা পৌরসভার রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করেন সেনা সদস্যরা।

আটক সাইফুল ইসলাম মাটিরাঙার পুরানবাজার এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গা সদরসহ আশেপাশের এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছেন বলে নিরাপত্তা বাহিনীর কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।