মাগুরায় স্ত্রী ও মেয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি
মাগুরায় স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা জজ আদালত। বুধবার সকালে জেলা জজ শেখ মফিজুর রহমান এ রায় প্রদান করেন।
জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. কামাল হোসেন জানান, ২০১১ সালের ৫ জনু রাত ৯টার দিকে মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের আমিরুল ইসলাম ইট দিয়ে স্ত্রী কবিতা খাতুনকে মাথা থেতলে হত্যা করে। এসময় তার ৫ বছরের শিশু কন্যা জামিলা দেখে ফেললে তাকেও শ্বাসরোধ করে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখে।
এ ঘটনায় আমিরুলকে আসামি করে তার শ্বশুর রবিউল ইসলাম মামলা দায়ের করে। আসামি আদলাতে হাজির হয়ে স্বীকারোক্তিমূলোক জবানবন্দী দেয়। শুনানি শেষে আজ আদালতের রায়ে বিজ্ঞ বিচারক তাকে মৃত্যুণ্ডাদেশ প্রদান করেন।
আরাফাত হোসেন/এফএ/এমএস