বঙ্গবন্ধুকে জানলে বাংলাদেশের ইতিহাস জানা যাবে : ঢাবি উপাচার্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১৫ জুলাই ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করলে দেশকে এগিয়ে নেয়া অনেক সহজ হবে। বঙ্গবন্ধুকে জানলে বাংলাদেশের ইতিহাস জানা যাবে। 

শনিবার সকালে ফেনীর সোনাগাজীতে বক্তারমুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷ 

‘স্বপ্ন সাজাই দেশের জন্য’ নামক একটি সংগঠনের পৃষ্ঠপোষক এবং নাট্যব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন, বক্তারমুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মমিনুল হক, এনায়েত উল্যাহ মহিলা কলেজের অধ্যক্ষ নিতাই চরণ ভৌমিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাছির উদ্দিন, ডেপুটি কমান্ডার ইসমাইল হোসেন প্রমুখ।

শরিফুল ইসলাম অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ বিপুলসংখ্যক সাধারণ জনতা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে ‘স্বপ্ন সাজাই দেশের জন্য’ সংগঠন কর্তৃক সোনাগাজী সরকারি কলেজ, বক্তারমুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজ ও এনায়েত উল্যাহ মহিলা কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে গত তিন মাসে আয়োজিত বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন ঢাবি উপাচার্য।

জহিরুল হক মিলু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।