আরও বড় ধরনের দুর্যোগ আসার সম্ভাবনা আছে : ত্রাণমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১০:২৮ এএম, ১৬ জুলাই ২০১৭

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এই ত্রাণ নিয়ে যেন কোনো প্রকার কথা না ওঠে। কোনো প্রকার দুর্নীতির যেন ছোয়া না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

দুর্যোগ ও বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে ত্রাণমন্ত্রী বলেন, সামনে হয়তো আরও বড় ধরনের বন্যা বা দুর্যোগ আসার সম্ভাবনা রয়েছে। ভারতের বিভিন্ন জায়গায় এবং চীনে ব্যাপক পানি উঠেছে। ওই পানি তো এদিকেই আসবে। যার কারণে আমাদের আগাম প্রস্তুত থাকা দরকার। এ জন্য আমাদের সবকিছু প্রস্তুত রাখতে হবে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।

তিনি বলেন, ত্রাণ নিয়ে যদি কোনো দুর্নীতি হয়, সে দলের হোক, বাইরের হোক, প্রশাসনের হোক, উচ্চপর্যায়ের লোক হোক কাউকে ছাড় দেয়া হবে না।

এর আগে গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল জেলার সার্বিক বন্যা পরিস্থিতি ও বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও গাইবান্ধার জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল প্রমুখ।

রওশন আলম পাপুল/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।