আ. লীগ যা বলে তা করে দেখায়
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় চলে আসবে। বর্তমানে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আওয়ামী লীগ সরকার যা বলে তা করে দেখায়।
রোববার দুপুরে মাগুরা মহম্মদপুর উপজেলার কালীশংকরপুর গ্রামে পল্লীবিদ্যুৎ সমিতি আয়োজিত বিদ্যুৎতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের আমলে দেশে শুধু বিদ্যুতের খুঁটি হয়েছে। তাতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হচ্ছে।
অনুষ্ঠানে প্রকৌশলী মো. মফিজুর রহমান, পলাশবাড়ি ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, হারুন আর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে ও পৃথিবীর কাছে বিস্ময়। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
পরে তিনি কালীশংকরপুর গ্রামে ৮ কিলোমিটার বিদ্যুৎসংযোগের উদ্বোধন করেন। ১ কোটি ২০ লাখ টাকা এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে।
আরাফাত হোসেন/এএম/জেআইএম