ঠাকুরগাঁওয়ে উদ্ধার ১২ মূর্তি জাদুঘরে হস্তান্তর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৬ জুলাই ২০১৭

ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক উদ্ধার ১২টি কালো মূর্তি জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

রোববার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল জাতীয় জাদুঘরের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল হকের কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম, নিবার্হী ম্যাজিস্ট্রেট মাহাবুবুল হক, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক তারিকুল ইসলাম প্রমুখ।

জেলা প্রসাশক আব্দুল আওয়াল জানান, ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন সময় চোরাকারবারীদের হাত থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে উদ্ধার করা ১২টি কষ্টি পাথর বা কালো পাথর জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাতীয় জাদুঘরের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল হক জানান, দেশে বিভিন্ন সময় উদ্ধারকৃত কষ্টি পাথর আমরা জাদুঘরে সংরক্ষণ করি। এই পাথরগুলো অনেক মূল্যবান ও দেশের সম্পদ। তাই এগুলো সংরক্ষণ করা সরকারের দায়িত্ব।

মো: রবিউল এহসান রিপন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।