ফেনীতে আ.লীগ নেতা চারদিন ধরে নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৬ জুলাই ২০১৭

ফেনীর ব্যবসায়ী শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের আখি এন্টারপ্রাইজের মালিক ও ফেনী পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক নুর হোসেন মিশু চারদিন ধরে নিখোঁজ রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ১২ জুলাই বুধবার মাগরিবের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হন। বারাইপুর মোকছদিয়া জামে মসজিদে তিনি মাগরিবের নামাজ পড়ে বের হতে দেখেন স্থানীয়রা। এরপর থেকে তার আর দেখা মেলেনি। বৃহষ্পতিবার মিশুর স্ত্রী আছিয়া চুমকি বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় জিডি করেন।

মিশুর স্ত্রী জানান, সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তিনি আরও জানান, গত পৌর নির্বাচনে তিনি ৭নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করতে চেয়েছিলেন। পরে সদরের সাংসদের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তার ব্যক্তিগত কোনো শত্রু নেই, তবে চাচাতো ভাইদের সঙ্গে ভূমি সংক্রান্ত বিরোধ রয়েছে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খান চৌধুরী জাগো নিউজকে বলেন, মিশুকে উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

জহিরুল হক মিলু/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।