ঠাকুরগাঁওয়ে মান্নান খুন, ঢাকায় যুবলীগের সমীর গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১৭ জুলাই ২০১৭

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নান খুনের ঘটনায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার ভোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নানের খুনি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরের ছোট ভাই সজীবকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১১ জুলাই অভ্যন্তরীণ কোন্দলের জেরে ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা জুম্মন।

পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গোপনীয়) মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, ঠাকুরগাঁওয়ের একজন আসামি ধরতে হেড কোয়ার্টার্সের এলআইসি (ল'ফুল ইন্টারসেপশন সেল) ইউনিট সহযোগিতা করেছে। এর বেশি জানাতে পারেননি তিনি।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর থানায় নিহতের বড় ভাই আবু আলী বাদী হয়ে হত্যা মামলাটি করেন। মামলায় সজীব দত্ত ও শান্ত'র নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন-চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।