এক লাখ পিস ইয়াবা হয়ে গেল ২৬ হাজার!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:২১ পিএম, ১৮ জুলাই ২০১৭

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কোটি টাকার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা এসব ইয়াবা জব্দ করে। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

তবে, ইয়াবার পরিমাণ নিয়ে বাস্তবতা ও উদ্ধারকারী পুলিশের তথ্যে গরমিল রয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ বলছে, ২৬ হাজার ইয়াবা জব্দ হয়েছে। কিন্তু উদ্ধারের পর গণমাধ্যমে সরবরাহ করা ছবিতে দেখা যাচ্ছে মোট ১০ কার্ড ইয়াবা টেবিলে সাজানো রয়েছে।

আইন প্রয়োগকারী সংস্থা ও ইয়াবা সংশ্লিষ্টদের তথ্য মতে একটি কার্ডে ১০ হাজার পিস ইয়াবা থাকে। ওই হিসাবে জব্দ করা ইয়াবার পরিমাণ এক লাখ পিস। যার বাজার মূল্য আনুমানিক তিন কোটি টাকা।

এ ঘটনায় আটকরা হলেন- চট্টগ্রামের কর্ণফুলি থানার চরলক্ষ্মা গ্রামের মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ রুবেল (৩১) ও একই থানার চর পাথর ঘাটা আজিম পাড়া গ্রামের সালাহ আহমেদের ছেলে শামশুল আলম (২৮)।

তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল হোসাইন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি অতিক্রমকালে একটি ট্রাক দাড় করিয়ে তল্লাশি করে এসব ইয়াবাসহ তাদের আটক করে।

তার দাবি, বড় কার্ডে ১০ বাকি সাত কার্ডে ১৪ হাজার (প্রতি কার্ডে ২ হাজার করে) ও খোলা প্যাকেটে ২ হাজার ইয়াবাসহ মোট ২৬ হাজার ইয়াবা জব্দ হয়েছে। এক লাখ পিস ইয়াবার হিসাব সঠিক নয় বলে দাবি করেন তিনি।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।