স্কুলছাত্রী ধর্ষণের চেষ্টা : চার মাতব্বরের বিরুদ্ধে মামলা
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লিতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে মধ্যবয়সী এক ব্যক্তি। ওই ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করায় অভিযুক্ত ব্যক্তি ও গ্রামের চার মাতব্বরের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হয়েছে। স্কুলছাত্রীর মা বাদী হয়ে সোমবার সকালে নন্দীগ্রাম থানায় মামলাটি দায়ের করেন। এর আগে রাতেই পুলিশ অভিযান চালিয়ে এক মাতব্বরকে গ্রেফতার করে।
মামলার আসামরিা হলেন, ধর্ষণের চেষ্টাকারী উপজেলার বুড়ইল ইউনিয়নের চকরাম দেবপুর গ্রামের আয়েজ উদ্দিন (৫০), ওই গ্রামের মাতব্বর মজিবর রহমান, আলহাজ্ব হোসেন, হেলাল উদ্দিন ও আব্দুল হামিদসহ ৮জন।
দায়েরকৃত মামলা ও থানা পুলিশ সূত্র জানায়, বাদির মেয়ে (৭) দোহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে। গত শুক্রবার স্কুল বন্ধ থাকায় দুপুরের দিকে সে বাড়ির পাশের মাঠে ছেড়ে দেওয়া হাঁস দেখতে যায়। সে সময় আয়েজ উদ্দিন কৌশলে ওই ছাত্রীকে মাঠের পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনার সময় ওই ছাত্রী চিৎকার শুরু করলে গ্রামবাসী গিয়ে তাকে উদ্ধার করে। আয়েজ সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনাটির বিচার করে দেওয়ার কথা বলে গ্রামের মাতব্বররা শনিবার বৈঠক ডাকে। সেখানে আয়েজ উপস্থিত হয়ে দোষ স্বীকার করলে তাকে কিল ঘুষি দিয়ে কান ধরে উঠ বস করানো এবং নাকে খত দেওয়ানোর পর ছেড়ে দেওয়া হয়। এই বিচারে ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রীর মা সোমবার সকালে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলায় ধর্ষণের চেষ্টাকারী এবং বিচারে উপস্থিত চার মাতব্বরের নাম উল্লেখসহ ৮জনকে আসামি করা হয়।
নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক শওকত কবির মামলা দায়েরর বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বাদীর অভিযোগ তদন্ত করে সত্যতা মেলায় রাতেই মজিবর রহমান নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিরা ঘটনার পর আত্মগোপনে থাকায় তাদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
লিমন বাসার/এসএস/আরআইপি