আসুন সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ি : ফখরুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২:০২ পিএম, ২২ জুলাই ২০১৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক হানাহানি-প্রতিহিংসার মধ্যে জড়িয়ে পড়েছে রাজনীতিবিদরা। আসুন এসব ভুলে সকলে মিলে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ি।

শনিবার দুপুর ১টায় ঠাকুরগাঁও শহরের হাওলাদার কমিটিউনিটি সেন্টারে মরহুম পিতা মির্জা রুহুল আমীন স্মৃতি পরিষদের আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

বাবার রাজনৈতিক আদর্শ স্মরণ করে মির্জা ফখরুল বলেন, সেই সময়ে বাবা রাজনৈতিক প্রেক্ষাপটের বিপরীতে অবস্থান করলেও কখনই তিনি আমাকে বাধা দেননি।

এ সময় মির্জা রুহুল আমীন পরিষদের সভাপতি প্রফেসর আইয়ুব আলী, সাধারণ সম্পাদক ইয়াকুব আলীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মির্জা রুহুল আমীন পরিষদের প্রকাশনা স্মরণিকার উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, মির্জা রুহুল আমীন এরশাদ সরকারের সময়ে মৎস-পশু সম্পদ ও কৃষিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দিলে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পান।

মো. রবিউল এহসান রিপন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।