সিলেট শিক্ষা বোর্ডে সবচেয়ে কম জিপিএ-৫ এবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৩ জুলাই ২০১৭
ফাইল ছবি

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় গত ছয় বছরের মধ্যে এবারই জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে কম। এবার পাসের হার ৩ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। সারাদেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোর পাসের হার কমেছে। তবে ব্যতিক্রম সিলেট।

বরাবরের মতো এবারও ভালো করেছে বিজ্ঞানের শিক্ষার্থীরা। মানবিক বিভাগের শিক্ষার্থীরা পিছিয়ে থাকলেও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা বজায় রেখেছে ফলের ধারাবাহিকতা। এ ছাড়া পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির দিকে মেয়েদের চেয়ে এগিয়ে সিলেটের ছেলেরা। এ বছর বেড়েছে শতভাগ পাস কলেজের সংখ্যাও।

আজ রোববার দুপুরে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

বিগত ৬ বছরের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সিলেট শিক্ষা বোর্ডে ২০১২ সালে পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৭ শতাংশ। ওই বছর ৩৭ হাজার ৩৭২ জন শিক্ষার্থীর মধ্যে ৩১ হাজার ৯০৩ জন শিক্ষার্থী পাস করে। জিপিএ-৫ পায় ২ হাজার ৬৫ জন।

২০১৩ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ১৩ শতাংশ। সেই বছর ৪২ হাজার ৯৮০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করে ৩৪ হাজার ৯ জন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৫৩৫ জন।

সিলেট শিক্ষা বোর্ডে ২০১৪ সালে পাসের হার ছিল ৭৯ দশমিক ১৬ শতাংশ। ওই বছর ৫৭ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী মধ্যে পাস করে ৪৫ হাজার ৫৬৮ জন। জিপিএ-৫ পায় ২ হাজার ৭০ জন শিক্ষার্থী।

২০১৫ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৪ দশমিক ৫৭ শতাংশ। সেই বছর ৫৭ হাজার ৭০২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করে ৪৩ হাজার ২৮ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৩৫৬ জন।

গত বছর ২০১৬ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিলো ৬৮ দশমিক ৫৯ শতাংশ।  ৬৩ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল ৪৩ হাজার ৮৭০ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৩৩০ জন ছিল।

এ বছর এ বছর সিলেট শিক্ষা বোর্ড থেকে মোট ৬৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছ ৪৬ হাজার ৭ ৯৭জন। পাসের হার ৭২ দশমিক ০০ শতাংশ। গতবার পাসের হার ছিল ৬৮.৫৯। এ বছর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৭০০ শিক্ষার্থী।

এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা, পিছিয়ে মানবিকের শিক্ষার্থীরা :  এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের ফলাফলে বরাবরের মতো এবারও ভালো করেছে বিজ্ঞানের শিক্ষার্থীরা। মানবিক বিভাগের শিক্ষার্থীরা পিছিয়ে থাকলেও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা ফলের ধারাবাহিকতা বজায় রেখেছে। 

সিলেট শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ১০ হাজার ৪৭৮জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৮ হাজার ৭৪৬জন। পাসের হার ৮৩ দশমিক ৪৭ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০৪ জন।

বাণিজ্য বিভাগ থেকে ১১ হাজার ৩২১ জন পরিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮ হাজার ৬৯৫ জন। পাসের হার ৭৭ দশমিক ৩৭ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭০ জন।

মানবিক বিভাগ থেকে ৪৩ হাজার ৬০৩ জন পরিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৯ হাজার ৩৫৬ জন। পাসের হার ৬৭ দশমিক ৮২ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬ জন।

পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এগিয়ে : এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হারে এগিয়ে আছে মেয়েরা আর জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৭০ দশমিক ৩৯ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৩৬ শতাংশ। অন্যদিকে সিলেটে জিপিএ-৫ প্রাপ্ত ছেলেদের সংখ্যা ৪৫৫ এবং মেয়েদের সংখ্যা ২৪৫ জন।

বেড়েছে শতভাগ পাস কলেজের সংখ্যা : এইচএসসি পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে এবার বেড়েছে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা। 

গত বছর সিলেটের মাত্র ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস করলেও এবার তিনটি কলেজ বেড়েছে। এ বছর সিলেটে ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ফলাফলে শতভাগ ফলাফল অর্জন করেছে। 

উল্লেখ্য, সিলেট শিক্ষাবোর্ডে অধীনে এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ৩ দশমিক ৪১ শতাংশ বাড়লেও কমেছে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭২.০০। গতবার পাসের হার ছিলো ৬৮.৫৯।  

এ বছর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৭০০ শিক্ষার্থী। গত বছর ১ হাজার ৩৩০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। গত বছরের তুলনায় এবার ৬৩০টি জিপিএ-৫ কমে এসেছে । 

ছামির মাহমুদ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।