১৭ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার সুলতান দেওয়ান (৪৭) নামে ৫ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ১৭ বছর ধরে পলাতক ছিলেন।
গ্রেফতার সুলতান দেওয়ান ইদিলপুর ইউনিয়নের দাসের জঙ্গল দেওয়ানপাড়া এলাকার মৃত মকিম দেওয়ানের ছেলে। রোববার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোসাইরহাট থানা পুলিশের এসআই মিজান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে কেরানীগঞ্জ থানা পুলিশ সাজাপ্রাপ্ত আসামি সুলতান দেওয়ানকে গ্রেফতার করে। আজ সোমবার তাকে শরীয়তপুরে নিয়ে আসা হয়।
গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোসাইরহাট উপজেলার সুলতান দেওয়ান ২০০০ সালের একটি মামলায় ৫ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি। সুলতান ১৭ বছর যাবত পালিয়ে বেড়াচ্ছেন। গতকাল রোববার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, সুলতানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, হত্যা ও অস্ত্রসহ ৯টি মামলা রয়েছে।
ছগির হোসেন/আরএআর/আরআইপি