ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে শিশু চুরি, অবশেষে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৯ জুলাই ২০১৭

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল থেকে ছয় বছরের শিশু সুমাইয়া চুরি হওয়ার ৪ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।

শিশু সুমাইয়া (৬) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোঠাপাড়া ইশারহাট গ্রামের সহিদুল ইসলামের মেয়ে।

শনিবার বিকেল ৫ টায় সদর উপজেলার ভুল্লি কশালবাড়ি গ্রামের মিলি আক্তারের বাড়ি থেকে ওই শিশুকে উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ মিলি আক্তার ও তার ছোট বোন রুবি আক্তারকে আটক করে।

চুরি হওয়া ওই শিশুর মা শাহনাজ বেগম অভিযোগ করে বলেন, সকালে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আসি। হাসপাতালের ভেতরেই দাদির কোলে সুমাইয়াকে রেখে টিকিট আনতে গেলে বাচ্চাকে আদর করার ছলে নিয়ে যায় মিলি আক্তার। এরপর খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে থানায় খবর দেই।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শাকিলা বানু বলেন, চুরি হওয়া শিশুকে মিলির বাবার বাড়ি কশালবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

রবিউল এহসান রিপন/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।