জামালপুরে অগ্নিকাণ্ডে ২০ লক্ষ টাকার ক্ষতি


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৮ মে ২০১৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পৌর এলাকার মালিরচর মৌলভীপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর মৌলভীপাড়া গ্রামের জহুরুল হকের বাড়ির রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় জহুরুল হকের বসতঘর ছাড়াও প্রতিবেশি লাভলু, আমিউল হক ও জিয়াউলের বসতঘরেও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি এবং বালি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ৪টি ঘর আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়।

এসময় ঘরের ভেতরে থাকা ধান, চাল, নগদ টাকা, স্বর্ণলঙ্কারসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।    

শুভ্র মেহেদী/এমজেড/আরআইপি







পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।